ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়েকে হত্যাচেষ্টা

প্রকাশিত: ০৪:২৯, ২৩ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়েকে হত্যাচেষ্টা

অনলাইন রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আপিলের রায় প্রকাশের একদিন বাদেই বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়ের মুখে বিষ ঢেলেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে কোচিং সেন্টার তৌহিদ টিউটোরিয়াল টেরিটরি থেকে নামার সময় পিপি ওয়াজেদ আলী খোকনের মেয়ে পাপ্পি আক্রান্ত হন বলে পুলিশ জানিয়েছে। ওয়াজেদ আলী বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে মামার কোচিং সেন্টারে পড়তে গিয়েছিলেন তার ও লেভেলে পড়ুয়া মেয়ে।’ “কোচিং সেন্টার থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নামার পর এক ব্যক্তি এসে তাকে আটকায়। তাকে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়। সে এতে রাজি না হওয়ায় তিন হামলাকারী জোর করে মুখে বিষ ঢেলে একটি মাইক্রোবাসে উঠে চলে যায়।” মেয়েটি এরপর দৌড়ে একটি রিকশায় উঠে বাসায় গিয়ে তার বাবাকে ঘটনাটি জানায়। কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হামলাকারীরা সাত খুনের প্রসঙ্গ তুলেছিল বলে জানান নারায়ণগঞ্জের আদালতে বিচারে পিপি হিসেবে রাষ্ট্রপক্ষের মূল কৌঁসুলি ওয়াজেদ আলী। তিনি বলেন, “রেস্তোরাঁয় যাওয়ার প্রস্তাবের সময় তারা বলেছিল- ‘তোমার বাবা কাল খুব ভালো কাজ করেছে, চল তোমাকে খাওয়াই’।” সাত খুনের মামলায় নারায়ণগঞ্জের আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আপিলের রায়ে মঙ্গলবার হাই কোর্ট নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। ঘটনাটি শুনে পুলিশ তৎপর হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সেই সঙ্গে তিনি বলেন, মেয়েটি কয়েকবার বমি করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
×