ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

২৫ মার্চের কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল

প্রকাশিত: ২১:৫৮, ২৬ মার্চ ২০১৭

২৫ মার্চের কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় আলোর মিছিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ৭১’র ২৫ মার্চ কাল রাত্রিতে অপারেশন সার্চ লাইটের নামে বর্বর পাকিস্তানী বাহিনীর ঢাকাসহ সারাদেশে বুদ্ধিজীবি এবং অসহায় মানুষদের নির্বিচারে হত্যার সেই কাল রাত্রি স্মরণে গাইবান্ধায় গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে প্রজ্জলিত মোমবাতি হাতে নিয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ এক আলোর মিছিলে অংশ নেয়। জেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতেই বক্তব্য রাখেন কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু, সদস্য সচিব অ্যাডভোকেট জিএসএম আলমগীর, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জয়নাল আবেদীন রাজু, নির্বানেন্দু বর্মণ ভাইয়া প্রমুখ। পরে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে আলোর মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্টেডিয়াম সংলগ্ন পরিত্যক্ত গোডাউন যা তৎকালিন পাকিস্তানী বাহিনীর কুখ্যাত টর্চারসেল ও বধ্যভূমি বলে পরিচিত সেখানে সমবেত হয়। মিছিলকারিরা প্রজ্জ্বলিত মোমবাতি রেখে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের স্মরণে।
×