ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিমলায় টাকা ছিনতাই ॥ আটক দুই

প্রকাশিত: ২১:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

ডিমলায় টাকা ছিনতাই ॥  আটক দুই

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ একটি বিড়ি কোম্পানীর চার লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় পুলিশ ছিনতাইয়ের পুরো টাকা উদ্ধার করতে না পারলেন মাত্র ২৮ হাজার ৫৬ টাকা ছিনতাইকারীদের নিকট পেয়েছে। পুলিশ সুত্রে জানা যায় গতকাল সোমবার বিকালের দিকে মেনাজ বিড়ির সেলসম্যান আলাউদ্দিন(৫৫) ও দুলাল ইসলাম(৩০) উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হতে বিড়ি বিক্রির বকেয়া টাকা চার লাখ ৭০ টাকা উত্তোলন করে মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় তারা উপজেলার নাউতরা ভাঙ্গা ব্রীজ এলাকায় এলে তাদের আটকিয়ে দুই ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ডিমলা থানায় বিড়ি কোম্পানীর পক্ষে লিখিত অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে মুল আজ মঙ্গলবার ভোরে ছিনতাইকারী সহদেবকে পাশ্ববর্তী ডোমার উপজেলার পাঙ্গা বাজার এলাকা হতে আটক করে। সে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের ফুটানিরহাটের ক্ষিতেন্দ্র নাথের ছেলে । এরপর আটক সহদেবে স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জলঢাকা উপজেলার গোলনা বাজারে অভিযান চালিয়ে দুলালকে আটক করে। সে রংপুর জেলার কাউনিয়া উপজেলার মিনা বাজারের আনারুল ইসলামের ছেলে। আটককৃতদের সঙ্গে নিয়ে পুলিশ জলঢাকা গোলনা কালীগঞ্জের তার ছিনতাইকারী সহদেব ভায়েরা পিষুষ রায়ের বাড়ী হতে ২৮ হাজার ৫৬ টাকা উদ্ধার করে। বাকী টাকা ডিমলার একটি সন্ত্রাসীবাহিনী তার আগেই নিয়ে সঠকে পড়ে। ডিমলা থানার এসআই শাহাবুদ্দিন জানান ছিনতাইকৃত পুরো টাকা উদ্বারের চেষ্টার চলছে।
×