ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ৫০ গ্রাম প্লাবিত ॥ শরণখোলায় বেড়িবাঁধে ভাঙন

প্রকাশিত: ০০:৩৪, ২১ মে ২০১৬

বাগেরহাটে ৫০ গ্রাম প্লাবিত ॥ শরণখোলায় বেড়িবাঁধে ভাঙন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীর বলেশ্বর নদীর তীরবর্তী বেশ কয়েকটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। উত্তাল ঢেউ ও জলোচ্ছ্বাসে ৩৫/১ পোল্ডারের তাফলিবাড়ি পয়েন্টের তিন ভাগের এক ভাগ নদীতে বিলিন হয়ে গেছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে সুন্দরবন ও বাগেরহাট উপকূল অতিক্রম করে ‘রোয়ানু’। এর প্রভাবে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত একটানা ঝড়-বৃষ্টি হয়। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোয়ানু’ এবং পূর্ণিমার প্রভাবে প্রতিটি নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। রামপাল, মোড়েলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মংলা ও সদর উপজেলার কমপক্ষে ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার দুই শতাধিক পুকুর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। গাছ-গাছালি ভেঙ্গে পড়েছে। বেশকিছু কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম জানান, এ জেলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে জনজীবন বিপর্যস্থ হয়েছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় বেড়িবাঁধের কিছু এলাকা ভেঙে পড়েছে। সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের উত্তর সাউথখালী ও বগী এলাকার বেড়িবাধের তিনটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় তা সম্পূর্ন বিলিন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেড়ি বাঁধের বাইরে বসবাসকারী সব মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।
×