ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে এমপি রানাসহ ১০ আসামীর বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ

প্রকাশিত: ২৩:০০, ২০ মে ২০১৬

টাঙ্গাইলে এমপি রানাসহ ১০ আসামীর  বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামী সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তার ভাই সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১০ আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে মালামাল ক্রোক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর থানার পুলিশ এ অভিযান চালায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া জানান, অভিযানে সাংসদ রানার শহরের কলেজ পাড়া এলাকার পৈত্রিক বাড়িতে এবং তার ছোট ভাই সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির বাসা থেকে একটি ফ্রিজ, আলমারিসহ কিছু পুরাতন আসবাবপত্র ক্রোক করা হয়। এ সময় বাসায় সাংসদের বাবা আতাউর রহমান খান উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, আদালত থেকে ক্রোক পরোয়ানা জারির আদেশের পরেই সাংসদ ও তার ভাইদের বাড়ি থেকে মূল্যবান অস্থাবর সব জিনিসপত্র সরিয়ে ফেলে। তাই ক্রোক অভিযানকালে তেমন কোন মালামাল পাওয়া যায়নি। মামলায় অভিযুক্ত পলাতক অপর আসামীদের বাড়িতেও আজকেই অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে। ফারুক হত্যা মামলায় সাংসদরা চার ভাইসহ পলাতক ১০ আসামীর বিরুদ্ধে গত সোমবার (১৬ মে) টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া হুলিয়া জারি এবং তাদের অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাংসদ রানাসহ ১৪জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত গত ৬ এপ্রিল পলাতক ১০ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারী রাতে শহরের কলেজ পাড়ায় নিজ বাস ভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদেও গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
×