ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুইয়ে ॥ স্কোর কার্ড

প্রকাশিত: ০৫:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুইয়ে ॥ স্কোর কার্ড

টস ॥ জিম্বাবুইয়ে (ফিল্ডিং) দ. আফ্রিকা ইনিংস রান বল ৪ ৬ ডি কক ক আরভিন ব চাতারা ৭ ১৬ ১ ০ আমলা ব পানিয়াঙ্গারা ১১ ২৬ ১ ০ প্লেসিস ক টেইলর ব চিগুম্বুরা ২৪ ৩২ ০ ১ ভিলিয়ার্স ক আরভিন ব কামুনগোজি ২৫ ৩৬ ১ ১ মিলার নটআউট ১৩৮ ৯২ ৭ ৯ ডুমিনি নটআউট ১১৫ ১০০ ৯ ৩ অতিরিক্ত (লেবা. ১, ও ১৬, নো ২) ১৯ মোট (৪ উইকেট; ৫০ ওভার) ৩৩৯ উইকেট পতন ॥ ১/১০ (ডি কক), ২/২১ (আমলা), ৩/৬৭ (ডু প্লেসিস), ৪/৮৩ (ভিলিয়ার্স)। বোলিং ॥ পানিয়াঙ্গারা ১০-২-৭৩-১, চাতারা ১০-১-৭১-১, মায়ার ৬-০-৬১-০, চিগুম্বুরা ৪-০-৩০-১, উইলিয়ামস ৮-০-৪৪-০, কামুনগোজি ৮-০-৩৪-১, সিকান্দার ৩-০-১৯-০, মাসাকাদজা ১-০-৬-০। জিম্বাবুইয়ে ইনিংস রান বল ৪ ৬ চিবাভা ক ডুমিনি ব তাহির ৬৪ ৮২ ১০ ০ সিকান্দার ব ফিল্যান্ডার ৫ ১৩ ১ ০ মাসাকাদজা ক আমলা ব তাহির ৮০ ৭৪ ৮ ২ টেইলর ক ফিল্যান্ডার ব মরকেল ৪০ ৪০ ৪ ১ উইলিয়ামস ব ডি কক ব ডুমিনি ৮ ১৩ ১ ০ আরভিন ক ভিলিয়ার্স ব স্টেইন ১৩ ২১ ০ ১ চিগুম্বুরা রানআউট (ভিলিয়ার্স) ৮ ৭ ০ ১ মায়ার ক ভিলিয়ার্স ব ফিল্যান্ডার ২৭ ২৫ ২ ২ পানিয়াঙ্গারা ক ভিলিয়ার্স ব তাহির ৪ ৪ ১ ০ চাতারা ক ও ব মরকেল ৬ ১১ ১ ০ কামুনগোজি নটআউট ০ ০ ০ ০ অতিরিক্ত (লেবা. ১৩, ও ৯) ২২ মোট (অলআউট; ৪৮.২ ওভার) ২৭৭ উইকেট পতন ॥ ১/৩২ (সিকান্দার), ২/১৩৭ (চিবাভা), ৩/১৯১ (মাসাকাদজা), ৪/২১৪ (টেইলর), ৫/২১৮ (উইলিয়ামস), ৬/২৩৬ (চিগুম্বুরা), ৭/২৪০ (আরভিন), ৮/২৪৫ (পানিয়াঙ্গারা), ৯/২৭২ (মায়ার), ১০/২৭৭ (চাতারা)। বোলিং ॥ ফিল্যান্ডার ৮-০-৩০-২, মরকেল ৮.২-১-৪৯-২, স্টেইন ৯-০-৬৪-১, বেহারডিয়েন ৫-০-৪০-০, ডুমিনি ৮-০-৪৫-১, তাহির ১০-০-৩৬-৩। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)।
×