ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে খুন ১, আটক ১

প্রকাশিত: ০৪:১৯, ৩ এপ্রিল ২০২০

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে খুন ১, আটক ১

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাসান প্যাদা (২৮) একজন খুন হয়েছেন। আজ শুক্রবার বেলা ১০টার দিকে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বিঘাইহাট এলাকায়। নিহত হাসান ঐ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ীর সামনের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাড়ীর গাজী বংশের লোকজনের সাথে প্যাদা বংশের লোকজনের বিরোধ চলছিল। সম্প্রতি এনিয়ে কয়েকদফা শালিসী বৈঠকও হয়েছে। ওই শালিসীর সিদ্বান্ত অনুযায়ী শুক্রবার সকালে হাসান প্যাদাসহ তার বংশের আরো চারপাচজন মাটি যায়। খবর শুনে গাজী বাড়ীর জলিল গাজী, সুজন গাজী, সালাম গাজী ও আজগর গাজীসহ আরো ১০ থেকে ১৫ জন লোক লাঠি সোটা সেখানে হাজির হয়ে কাজ করতে বাধা দেয়। একপর্যায়ে জলিল ও সুজনগাজীসহ কয়েকজনে হটাৎ হাসান প্যাদার উপর হামলা চালায়। এতে সে কিছুক্ষনের মধ্যে মারাা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
×