ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ন্যাশনাল ব্যাংক বন্ধ থাকায় আমানতকারীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৮:৫৬, ৩ এপ্রিল ২০২০

 গাইবান্ধায় ন্যাশনাল  ব্যাংক বন্ধ থাকায়  আমানতকারীদের  দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ এপ্রিল ॥ লকডাউনের সময়টিতে সরকারী নির্দেশ মোতাবেক জেলার সকল সরকারী-বেসরকারী ব্যাংকের শাখাসমূহে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিশেষ ব্যবস্থাপনায় সার্ভিস প্রদান করেছে। কিন্তু শুধু ন্যাশনাল ব্যাংক গাইবান্ধা শাখা গত ২৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত একটানা সাতদিন বন্ধ রেখেছে। এতে এই ব্যাংকের আমানতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এমনকি একটানা বন্ধ থাকার খবরটিও পূর্বাহ্নে ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীদের অবহিত করেনি। এতে ওই ব্যাংকে এ্যাকাউন্ট আছে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি জরুরী প্রয়োজনে অর্থ উত্তোলন করতে না পেরে চরম বিপাকে পড়েছে। কর্মীর হাতের ব্যবস্থাপক মাহমুদুল হক রতন বলেন, ন্যাশনাল ব্যাংক গাইবান্ধা শাখায় তাদের প্রতিষ্ঠানে এ্যাকাউন্ট রয়েছে এবং প্রতিষ্ঠানটি শুরু থেকেই নিয়মিত লেনদেন করে আসছে। কিন্তু এই ব্যাংকে গাইবান্ধা শাখাটি বন্ধ থাকায় স্টাফদের বেতন দেয়া সম্ভব হয়নি।
×