ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১১

প্রকাশিত: ০৮:৪৯, ২ এপ্রিল ২০২০

মাদারীপুরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ১১জন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার রাত ১১টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিক করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীরা জীবানুনাশক স্প্রে ছিটাচ্ছে ও ত্রাণ বিতরণ করছে এমন একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। সেখানে রাজৈর পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্রাবণ খান মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে যায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের নেতাকর্মীরা। একপর্যায়ে রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১১জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত জাহান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখনো থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।
×