ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:১৭, ৩০ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র আরও ৩শ’ পরিবারের মাঝে সোমবার সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট, চরকিশোরগঞ্জ, যুগনীঘাট, মিরকাদিম, বাংলাবাজার, শিলই, আধারা, মোল্লাকান্দিসহ বিভিন্ন স্থানে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসব ত্রাণের প্রতি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরী ডাল, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান। মুন্সীগঞ্জর সদর উপজেলা ছাড়াও সোমবার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায়ও সরকারি ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। এর আগে ১৮৮৩ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত জেলার মোট ২১৮৩ সুবিধাবঞ্চিত পরিবারের কাছে সরকারি ত্রাণ পৌছে দেয় প্রশাসন। এছাড়া বেরসরকারিভাবেও কিছু কিছু ত্রাণ বিতরণ হচ্ছে। নদী ভাঙ্গনে মারিত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই জেলায় বহু মানুষ এখন বিপাকে আছেন। বিশেষ করে দিন মজুর মানুষগুলো বিপাকে রয়েছে। সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলায় বরাদ্দকৃত মোট ৭লাখ টাকা এবং ১শ’ টন চাল ছয়টি উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে এ পর্যন্ত ২১৮৩ পরিবারকে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।
×