ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস-স্থগিত বাংলাদেশের ফিফা বিশ্বকাপের সব বাছাইপর্বের ম্যাচ

প্রকাশিত: ০৮:০৯, ৯ মার্চ ২০২০

করোনা ভাইরাস-স্থগিত বাংলাদেশের ফিফা বিশ্বকাপের সব বাছাইপর্বের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ কদিন ধরেই আশঙ্কাটা করা হচ্ছিল। রবিবার যখন বাংলাদেশে তিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কথা সরকারীভাবে জানা গেল, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন সবাই। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণাটা। সোমবার সেটাও দিয়ে ফেললো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ মার্চ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি (সিলেটে অনুষ্ঠিতব্য) স্থগিত করেছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শুধু এই ম্যাচই নয়, করোনা ভাইরাসের তাণ্ডবে স্থগিত করা হয়েছে কাতার-২০২২ বিশ্বকাপ এবং চীন-২০২৩ এশিয়া কাপ বাছাই রাউন্ড-২ এর বাংলাদেশের সবগুলো ম্যাচই! সোমবার বাফুফে ভবনে ডাকা অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, গত কয়েকদিন ধরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে বাফুফে আনঅফিসিয়ালভাবে যোগাযোগ করছিল। আজ সোমবার এএফসি থেকে বাফুফে একটি চিঠি পেয়েছে। করোনা ভাইরাসের কারণে এএফসি জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের ই- গ্রুপে আছে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। এরপর অক্টোবরে কাতারের বিপক্ষে হোম ও কলকাতায় ভারতের বিপক্ষে আরও দুটি এ্যাওয়ে ম্যাচ খেলে তারা। নভেম্বরে ওমানের বিপক্ষে ও একটি এ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ মাসকাটে। এ বছর বাকি চারটি ফিরতি খেলার তিনটিই দেশের মাটিতে খেলার কথা রয়েছে বাংলাদেশের। বাছাইপর্বে একই গ্রুপে থাকা ভারতও ২৬ মার্চ ভূবনেশ্বরে কাতারের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে। সোহাগ বলেন, স্থগিত হতে পারে কাতারের বিপক্ষে আমাদের এ্যাওয়ে ম্যাচটিও। এএফসি সোমবারই মার্চ ও জুনের নির্ধারিত বাছাইপর্বের ম্যাচগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে। ২৬ মার্চ বাংলাদেশের পরের ম্যাচটি ছিল সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া ৩১ মার্চ দোহায় কাতারের বিরুদ্ধে, ৪ জুন ঢাকায় ভারতের বিরুদ্ধে এবং ৯ জুন ঢাকায় ওমানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো ছিল। তবে ফিফা ও এএফসি সংশ্লিষ্ট দেশগুলোর ওপরও কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। দুই দেশ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচ খেলতে চাইলে নির্ধারিত তারিখেই খেলতে পারবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট ওই দুই দেশকে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে বাফুফে এ অবস্থায় ম্যাচ চালিয়ে না যাওয়ার পক্ষে। তাই সব খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে তারা। ফলে আগামী ১৫/১৬ মার্চ থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হওয়া কথা ছিল বাংলাদেশ দলের। সেটা না হওয়াতে এখন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডেসহ অন্যান্য বিদেশী কোচিং স্টাফ নিজ নিজ দেশে ছুটি কাটাতে চলে যাবেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। সোহাগ আরও জানান, আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লীগ এবং বাংলাদেশ মহিলা ফুটবল লীগের খেলা আপাতত চলবে। এমনকি আগামী ১১ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের মধ্যেকার ম্যাচটিও অনুষ্ঠিত হবে। সোমবারই টিসি স্পোর্টস ক্লাব বিমানযোগে ঢাকায় পা রাখে।
×