ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ

প্রকাশিত: ০৬:২৮, ৯ মার্চ ২০২০

জাপানে নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ

অনলাইন রিপোর্টার ॥ সাবেক সচিব শাহাবুদ্দিন আহমেদকে জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক সচিব শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেন। এছাড়া তিনি মাস্টার্স করেছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থ উন্নয়ন বিভাগ থেকে। জাপানে রাষ্ট্রদূত হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন রাবাব ফাতিমা। রাবাব ফাতিমাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন শাহাবুদ্দিন আহমেদ।
×