ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সাতদিন ব্যাপী এসএমই পণ্যমেলা শুরু

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জে সাতদিন ব্যাপী এসএমই পণ্যমেলা শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার থেকে সিরাজগঞ্জে সাতদিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেছেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতদিন ব্যাপী এই মেরার উদ্বোদন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সবাপতিত্ব করেন জেরা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, জেরা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাবেক সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, নাসিব সভাপতি রেজাউল করিম রঞ্জু, বিসিক সহকারি ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং আয়োজক সংস্থা এসএমই ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মেলায় দেশীয় পণ্যর বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা। পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন।
×