ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুর টেস্টে চা বিরতিতে বাংলাদেশের রান ১২০/২

প্রকাশিত: ০২:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০

মিরপুর টেস্টে চা বিরতিতে বাংলাদেশের রান ১২০/২

অনলাইন ডেস্ক ॥ জিম্বাবুয়েকে আজ অল্প রানে গুটিয়ে দিলেও চা বিরতির সময় বাংলাদেশ ১৪৫ রানে পিছিয়ে রয়েছে, হাতে আছে ৮ উইকেট। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৬৫ রানের জবাবে বাংলাদেশ চা বিরতির সময় দুই ইকেট হারিয়ে ১২০ রান করেছে। তামিম ৪১ ও সাইফ ৮ রানে আউট হয়েছ। এখন খেলছে নাজমুল হোসেন শান্ত ৫৫ ও অধিনায়ক মুমিনুল ১২ রানে। পাকিস্তান সফরে সম্ভাবনা জাগিয়েও থামেন ৪৪ ও ৩৮ রানে। সেখান ফিরে বিসিএলে করেন ডাবল সেঞ্চুরি। এই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে মিরপুর টেস্টে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। ৬ চারে ১০৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। শুরু থেকে খেলছেন আস্থার সঙ্গে। তামিম ইকবালের সঙ্গে গড়েছেন ৭৮ রানের জুটি। মুমিনুল হকের সঙ্গে জমে উঠতে শুরু করেছে তার আরেকটি জুটি। জিম্বাবুয়ের তাদের ইনিংসে ওভার প্রতি ২ দশমিক ৪৮ রেটে রান তোলে। অপর দিকে বাংলাদেশ চা বিরতির সময় ৩৮ ওভার খেলে ১২০ রান করেছে। বাংলাদেশের ওবার প্রতি রানরেট ৩ দশমিক ১৫। আজ দিনের আরও ৩৩ ওভার খেলা বাঁকি রয়েছে।
×