ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ১১:১০, ২০ ফেব্রুয়ারি ২০২০

 শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতির গৌরবময় বিকাশ অব্যাহত রাখতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয় বুধবার। একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে বুধবার দুপুরে প্রদর্শনী শুরু হয়। বিকেলে ছিল ‘সংস্কৃতির পাঠশালা’ শিরোনামে একাডেমির সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষণের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বাঁশি, বেহালা, সেতার, সরোদ, স্টাফ নোটেশন ও পিয়ানো, কত্থক নৃত্য, ভরতনাট্যম, গৌরিও ও ওড়িষীসহ ১৪টি বিষয় ভিত্তিক প্রশিক্ষণের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও একাডেমি প্রাঙ্গণে ‘শহীদদের প্রাঙ্গণে’ শিরোনামে শিল্পী সুজন মাহবুবের কৃৎকলা পরিবেশিত হয়। একাডেমির নন্দনমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির শিল্পীদের এ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং বাউল দলের পরিবেশনা ‘বেঁধেছে এমনই ঘর..’ গানটির মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
×