ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নিহত ১, অপহৃত ২

প্রকাশিত: ১১:১০, ২০ ফেব্রুয়ারি ২০২০

  রাঙ্গামাটিতে   ব্রাশফায়ারে নিহত ১, অপহৃত ২

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ ফেব্রুয়ারি ॥ রাঙ্গামাটিতে প্রতিপক্ষ গ্রুপের ব্রাশফায়ারে সুমন চাকমা (৩০) নামে ইউপিডিএফ এক নেতা নিহত ও একজন ইউপি সদস্যসহ দুই ব্যক্তি অপহৃত হয়েছেন। বুধবার ভোরে ও সকালে পৃথক স্থানে অপহরণ ও খুনের এই ঘটনা ঘটেছে। সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বোয়ালছড়ি এলাকায় বুধবার সকালে ৭/৮ জনের একদল সন্ত্রসী সুমন চাকমা ওরফে অক্টোবরকে ব্রাশফায়ার করে হত্যা করে। এই সময় সুমনের সঙ্গে থাকা বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) হত্যাকারীরা অপহরণ করে নিয়ে যায়। ওইদিন ভোরে কাপ্তাই উপজেলার রাইখালীর কারিগরপাড়া থেকে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে মংচিং মারমা নামে এক ইউপি সদস্যকে অপহরণ করে সন্ত্রাসীরা। পুলিশ এই ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা দলের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মধ্যে প্রায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে প্রকাশ্য দিবালোকে এই হত্যাকা- ঘটেছে বলে ইউপি ডিএফ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করেছে।
×