ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনহাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রকাশিত: ১০:৩৯, ২৩ জানুয়ারি ২০২০

 সিনহাকে হাজির  হতে পত্রিকায়  বিজ্ঞপ্তি  প্রকাশের  নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা ঋণ জালিয়াতির দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্তে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। গত ৫ জানুয়ারি এ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বুধবার আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করায় আদালত এ আদেশ দেয়। আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মোঃ লুৎফুল হক, টাঙ্গাইলের ব্যবসায়ী মোঃ শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, সান্ত্রী রায় ওরফে সিমি ও তার স্বামী রণজিৎ চন্দ্র সাহা। গত ১০ ডিসেম্বর মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। গত বছর ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
×