ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প জানি অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৪১, ১৫ জানুয়ারি ২০২০

মাগুরায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প জানি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ বুধবার মুজিববর্ষ ২০২০উদযাপন উপলক্ষে মাগুরায় মুক্তিযদ্ধের গল্পজানি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী মুক্ত মঞ্চে জেলা তথ্য অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু , জেলা আওযামীলীগ সহ-সভাপতি বাসুদেব কুন্ডু , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার -১ এস এম আব্দুর রহমান , সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর -ই- আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম । মুক্তিযুদ্দের গল্প বলেন এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার -১ এস এম আব্দুর রহমান , সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর -ই- আলম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×