ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যবসা প্রতিষ্ঠান দুর্বৃত্তদের দখল থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৮:৫৯, ৯ জানুয়ারি ২০২০

 ব্যবসা প্রতিষ্ঠান দুর্বৃত্তদের দখল থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ ত্রিশ বছর প্রবাস জীবনের আয় করা অর্থ দিয়ে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটি দুর্বৃত্তদের দখল থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সুইডেন প্রবাসী মো. আতাউর রহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান। লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, ৩০ বছর সুইডেনে থেকে উপার্জিত অর্থ দেশের মাটিতে কাজে লাগানোর জন্য নরসিংদী বাগহাটা আটিবাড়ি এলাকায় আমজাদ হোসেনের কাছ থেকে মিল ভবন ও যন্ত্রপাতি ভাড়া নিয়ে সুইডেন-বাংলা টেক্সটাইল মিলস গড়ে তোলেন। এই কাজে তার প্রায় সাত কোটি টাকা ব্যয় হয়। অল্প সময়ে সেটি লাভজনক প্রতিষ্ঠানে রুপ নেয়। কয়েক বছর পর আমজাদ হোসেনের আত্মীয় আব্দুল মতিন মোল্লা ও তার ছেলে রেন্টু ওই ভবনের মালিকানা দাবী করেন। এক পর্যায়ে তারা বিপুল পরিমান সন্ত্রাসী নিয়ে মিলটি দখলে নেয়। ওই সময় আতাউর সুইডেনে থাকায় তার ভাই মতিউর রহমান থানায় মামলা করেন। এক পর্যায়ে সালিস বৈঠকে মিলের ভাড়ার টাকা মতিল মোল্লা ও তার ছেলেকে দেয়ার শর্তে পুনরায় মিল পরিচালনা করেন আতাউরের পরিবার। কিন্তু আমজাদ হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানেরা মতিন মোল্লার পরিবারের সাথে এক হয়ে সন্ত্রাসী কাদায় মিলটি দখল করে নেয়। শুধু তাই নয়, আতাউরের বিরুদ্ধে তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে শুরু করে। তাদের দেয়া মামলায় দুই মাস জেলখাটেন প্রবাসী আতাউর। জামিনে বের হবার পর থেকে দখলকারী দুই পরিবার (মামা-ভাগ্নে) এক হয়ে আতাউরকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এ ব্যপারের অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগীতা পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, প্রবাসের কষ্টের টাকা দেশের মাঠিতে ব্যবহার করতে এসে এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্চে। তাই এই অবস্থা থেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন তিনি। এব্যাপারে জানতে মতিন মোল্লা ও মৃত আমজাদের সন্তানদের মোবাইল ফোনে দফায় দফায় কল দিলে একবার রিসিপ করেন। কোন উত্তর না বলে কলটি কেটে দেন। পরবর্তিতে ফোন বন্ধ পাওয়া যায়।
×