ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদাকে চিকিৎসা না দিয়ে পঙ্গু করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:২১, ৯ জানুয়ারি ২০২০

 খালেদাকে চিকিৎসা না দিয়ে পঙ্গু করা হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাঁকে পঙ্গু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতাসীনদের মিথ্যাচারের রাজনীতির শিকার। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির নির্মম শিকার হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আজ প্রায় দুই বছর যাবত কারাবন্দী। তাঁকে বিনা চিকিৎসায় হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাঁকে অচল করে দেয়া হয়েছে। তিনি এখন কোন কিছুই খেতে পারছেন না। কিছু মুখে দিলেই বমি হয়। তাঁর শরীর ভেঙ্গে পড়েছে। তাঁর অবস্থা মরনাপন্ন। রিজভী বলেন, নাইকো দুর্নীতি মামলায় নিরপেক্ষ বিচারের রায় প্রমাণ করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিটি মামলাই ভূয়া ও নির্জলা মিথ্যা। ওয়ান ইলেভেনের সরকার তাঁকে রাজনীতি থেকে মাইনাস করতে দেশবাসীর সামনে তার নিস্কলুষ ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা মামলা দেয়। অপরদিকে বর্তমান সরকার একের পর এক মামলা দিচ্ছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে। আমরা দেশের মানুষকে শতভাগ নিশ্চিত করে বলতে পারি, জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, বড়পুকুড়িয়া দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা, অবৈধ সম্প সংক্রান্ত মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, মানহানির মামলা, বিস্ফোরক, হত্যা, নাশকতার মামলাসহ খালেদা জিয়ার নামে যে অর্ধশত মামলা করা হয়েছে সবই মিথ্যা।
×