ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেঘালয়ে কার্ফুর জের ॥ তামাবিল সীমান্তে কড়াকড়ি

প্রকাশিত: ১০:১৭, ১৪ ডিসেম্বর ২০১৯

 মেঘালয়ে কার্ফুর জের ॥ তামাবিল সীমান্তে কড়াকড়ি

সালাম মশরুর, সিলেট অফিস ॥ ভারতের মেঘালয় রাজ্যে কার্ফু জারির প্রভাব পড়েছে সিলেটের তামাবিল সীমান্ত এলাকায়। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে প্রতিদিন ব্যবসায়ী পর্যটকসহ বিপুলসংখ্যক বাংলাদেশী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে থাকেন। একইভাবে ভারত থেকেও সেখানকার অধিবাসীরা বাংলাদেশে এসে থাকেন। বৃহস্পতিবার বিকেলে মেঘালয় রাজ্যে কার্ফু জারির কারণে হঠাৎ করে শুক্রবার থেকে ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। সকাল থেকে সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা বাংলাদেশীদের ঢুকতে ছাড়পত্র দিচ্ছেন না। ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পর মেঘালয় রাজ্যে কার্ফু জারির কারণে বাংলাদেশীদের সে দেশে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এদিকে কোন পূর্ব ঘোষণা ছাড়া আচমকা এই বাধায় বিপাকে পড়েছেন বাংলাদেশী পর্যটকেরা। আগে থেকে না জানায় শুক্রবার সকাল থেকে অনেক পর্যটক তামাবিলে জড়ো হন। নিয়ম অনুযায়ী বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাদের ছেড়ে দেয়া হলেও ভারতীয় ইমিগ্রেশন তাদের আটকে দেয়।
×