ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১১:৫৮, ১০ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

দুটি ইটভাঁটি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৯ ডিসেম্বর ॥ মির্জাপুরে দুটি ইটভাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইটভাঁটি দুটি হলো মির্জাপুর উপজেলা সদর সংলগ্ন বাইমহাটী গ্রামের হাকিম ব্রিকস ও গোড়াই ইউনিয়নে আশা ব্রিকস। সোমবার মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় টাঙ্গাইলের পরিবেশ অধিদফতরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদফতরের অনুমোদন না নিয়ে সনাতন পদ্ধতিতে এবং লাইসেন্স ছাড়া ইট তৈরি করায় ইটভাঁটি দুটিকে গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক জানিয়েছেন। কাঁচামাল ব্যবসায়ী গুলিবিদ্ধ সংবাদদাতা, সাভার, ৯ ডিসেম্বর ॥ আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার রাতে আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রিয়াজুল বাগেরহাট জেলার চিতলমারী সদর থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লিবিদ্যুত স’মিল রোডে জনৈক টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচামালের ব্যবসা করতেন। জানা গেছে, ওই দিন রাত ১০টার দিকে রিয়াজুল আশুলিয়ার বাইপাল এলাকায় তার দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এ সময় পল্লীবিদ্যুত এলাকায় পৌঁছলে কয়েক দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৯ ডিসেম্বর ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্যকে গ্রেফতার করেছে এ্যান্টি টেররিজম ইউনিট। রবিবার রাতে সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদরের পূর্ব দুর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন, একই গ্রামের নুর আলমের ছেলে আবদুল্লাহ কবির, হুমায়ন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয়, কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। দুই গ্রুপের সংঘর্ষ ॥ টেঁটাবিদ্ধ ৮ স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা নজরপুর ইউনিয়নের আলিপুরা গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঐ গ্রামের শাহজাহান মিয়া ও কামাল মিয়ার মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে সোমবার সকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন টেঁটাবিদ্ধ হয়। এদের মধ্যে আহত গহর আলী, মিছির আলী, কাউছার, মেহেদী, অহর উদ্দিন, শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী অজ্ঞাত অপর একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
×