ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে বাসচাপায় বাইক আরোহী দুই ছাত্র নিহত

প্রকাশিত: ১১:৫৬, ১০ ডিসেম্বর ২০১৯

জামালপুরে বাসচাপায় বাইক আরোহী দুই ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ ডিসেম্বর ॥ মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী দুই ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে মাদারগঞ্জ পৌরসভার পূর্ব দারোগাবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো স্থানীয় জুনাইল সুতারপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৬) ও বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা (১৬)। জাহিদুল স্থানীয় সানসাইন একাডেমি থেকে এবং জুয়েল বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছাত্র জাহিদুল ও জুয়েল সোমবার সকালে একই মোটরসাইকেলে ঘুরছিল। বেলা সাড়ে ১০টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারের পূর্ব দারোগাবাড়ি মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে জুয়েল ঘটনাস্থলে নিহত হয়। বগুড়ায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানায়, বগুড়ায় ট্রাক চাপায় মহির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার কলেজ রোড নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার ভোরে মহির উদ্দিন মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গফরগাঁওয়ে দুই নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত পৌনে নয়টা সালটিয়া-দেওয়ানগঞ্জ-হাজীগঞ্জ সেতুর ওপর। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন ইমরান (২৭), উজ্জল (৩০)।
×