ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেলিভারি বয়দের জন্য খাবার

প্রকাশিত: ১১:২৫, ১০ ডিসেম্বর ২০১৯

ডেলিভারি বয়দের জন্য খাবার

সব সময় মানুষকে খাবার বা তাদের অর্ডার করা পণ্য পৌঁছে দেন ডেলিভারি বয় বা গার্লরা। তারা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করে থাকেন। অথচ তাদের ক্ষুধা-পিপাসার কথা সারা বিশ্বেই সেভাবে কেউ সাধারণত ভাবেন না। ভেবেছেন শুধু ক্যাথি ওউমা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের উইলমিংটন শহরের বাসিন্দা এই নারী তার বাড়িতে অনলাইন শপিংয়ের পণ্য পৌঁছে দিতে যাওয়া ডেলিভারি বয়দের জন্য সদর দরজার বাইরে একটি ঝুড়িতে রেখে দিয়েছেন কিছু খাবারের প্যাকেট, ঠা-া পানীয় ও পানির বোতল। সঙ্গে একটি ছোট্ট চিরকুটও ঝুড়িতে লিখে রেখেছেন ক্যাথি। সেখানে বাড়িতে ডেলিভারির জন্য ধন্যবাদ জানিয়ে ডেলিভারি বয়দের উদ্দেশে তিনি লিখেছেন, যাওয়ার আগে তারা যেন কিছু খাবার ও পানি নিয়ে যান। স্থানীয় সময় রবিবার দুপুরে ক্যাথির বাড়িতে তার অনলাইনে অর্ডার করা পণ্য পৌঁছে দিতে গিয়েছিলেন আমাজনের ডেলিভারি বয় করিম আহমেদ-রিড। ডেলিভারির জিনিসটি রাখতে গিয়েই পাশে ঝুড়ি ও তার ভেতরে থাকা চিরকুট চোখে পড়ে তার। উৎফুল্ল করিম খাবার ও পানির বোতল হাতে নিয়ে আনন্দিত হন। -এনডিটিভি
×