ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ আতঙ্কের নয় ॥ ভ্যাকসিন দিচ্ছে সরকার

প্রকাশিত: ১১:২২, ১০ ডিসেম্বর ২০১৯

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ আতঙ্কের নয় ॥ ভ্যাকসিন দিচ্ছে  সরকার

স্টাফ রিপোর্টার ॥ গবাদিপশুতে লাম্পি স্কিন ডিজিজ নিয়ে খামারি আতঙ্ক ছড়ালেও রোগটি নিয়ে আতঙ্কে কিছু নেই বলে জানিয়েছেন প্রাণী চিকিৎসকরা। এই রোগ প্রতিরোধে কৃষকের মাঝে ভ্যাকসিন প্রদান করছে সরকার। সম্প্রতি বাংলাদেশে গবাদিপশুতে লাম্পি স্কিন ডিজিজ নামে ভাইরাসজনিত এক ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এ রোগে প্রাপ্তবয়স্ক গরু মহিষের চেয়ে অল্প বয়সের গরু মহিষ বেশি আক্রান্ত হচ্ছে। জানা যায়, ভাইরাসজনিত এ চর্মরোগটি গরু মহিষের চামড়ায় নডিউল বা গুটি তৈরি করে। রোগটি পক্সভিরিড পরিবারের অন্তর্গত কেপরিওপক্স জেনাসের ভাইরাস দ্বারা গঠিত হয়। রোগটির বাহক মশা, মাছি ও আঠালি। রোগটি আক্রান্ত প্রাণীর লালা, নাক ও চোখ হতে নির্গত পানি দ্বারা, আক্রান্ত ষাঁড়ের বীর্যের মাধ্যমে সুস্থ গাভীকে কৃত্রিম প্রজনন করালে এবং আক্রান্ত গরুর দুধ খেলে অথবা আক্রান্ত গরুর দুধের বাট চাটলে বাছুর আক্রান্ত হয়। এছাড়া গবাদিপশু একস্থান হতে অন্যস্থানে গমন করলেও রোগটি ছড়ায়।
×