ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ’লীগে অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর: নানক

প্রকাশিত: ০৯:০০, ৬ ডিসেম্বর ২০১৯

আ’লীগে অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর: নানক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী আছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এদের ঝেটিয়ে বিদায় করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নানক বলেন, আওয়ামী লীগকে বহুভাবেই নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগের জন্ম কোনো চেরাগ, সেনাবাহিনী বা অন্য কোনো উপায়ে হয়নি। আওয়ামী লীগ এ দেশের হিন্দু-বৌদ্ধ-খৃস্টানসহ অন্যান্য ধর্মের মানুষের অন্তরে অন্তরে আছে। আর সেই চেতনা থেকেই আওয়ামী লীগের জন্ম। কাজেই আওয়ামী লীগকে কোনোভাবেই নিশ্চিহ্ন করা যাবে না। নেতা-কর্মীদের উদ্দেশে নানক বলেন, রাজনীতিতে দুই ধরনের লোক আছে। কেউ কন্ডিশনাল, আবার কেউ আন-কন্ডিশনাল। যারা কন্ডিশনাল নেতা হবেন তারা পেছন দরজা দিয়ে আসবেন এবং লুটপাট করে চলে যাবেন। দলের কমিটিতে ত্যাগী নেতাদের জায়গা দিতে হবে। এ জন্য দলের কমিটিতে জামায়াত করে এমন লোকদের জায়গা দেয়া যাবে না। এরা বহিরাগত। এদের ঝেটিয়ে বিদায় করুন। সম্মেলনের শুরুতে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়ড়া ও বেলুন উড়িয়ে জেলা শাখার সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ দবিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক মুন্সি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সংরক্ষিত আসনের এমপি জুঁই তাবাসুম প্রমূখ। এসময় সম্মেলনের উদ্বেধক রমেশ চন্দ্র সেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। দেশের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে খাটি ও ত্যাগি মানুষের প্রয়োজন। তিনি এসব নেতা কর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলার প্রায় ২৮০ জন কাউন্সিলর সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সাদেক কুরাইশীকে সভাপতি ও দিপক কুমার রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
×