ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভোলা-বরিশাল সেতু হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ১১:২০, ৬ ডিসেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভোলা-বরিশাল সেতু হবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৫ ডিসেম্বর ॥ বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলাকে মূল ভূখ-ের সঙ্গে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে তা দাখিল করা হবে। ২০২৫ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে মেঘনা নদীর ওপর ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করি, খুব শীঘ্রই ভোলা-বরিশাল সেতু দেখতে পাব। ভোলাকে মূল ভূখ-ের সঙ্গে আমরা সংযুক্ত করব। ভোলা হবে একটি শিল্পায়নের জায়গা। এখানে প্রচুর গ্যাস আছে। গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠবে। ভোলা হবে সমৃদ্ধিশালী একটি জেলা। তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু, ভোলা-লক্ষ্মীপুর সেতু হলে চট্টগ্রাম থেকে মংলা পায়রা বন্দর সকলের সঙ্গে সংযুক্ত হতে পারব আমরা। সেই প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। তার নেতৃত্বে ভোলা-বরিশাল সেতু হবে। এদিকে সভায় বলায় হয়, ভোলা-বরিশাল সংযোগ স্থপানের জন্য তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর ২টি সেতু নির্মাণ করা হবে। এর একটির দৈর্ঘ্য সাড়ে ৩ কিলোমিটার ও অপরটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। এতে প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।
×