ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটবলে সোনাজয়ের স্বপ্ন জিইয়ে রইল

পঞ্চমদিনে অর্জন ৫ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ

প্রকাশিত: ১১:১১, ৬ ডিসেম্বর ২০১৯

পঞ্চমদিনে অর্জন ৫ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ বৃহস্পতিবার দিনটা বাংলাদেশ ক্রীড়া দলের জন্য হতে পারত ‘বৃহস্পতি তুঙ্গে’র মতো। কিন্তু বুধবারের মতো এদিনও তাদের দিনটা কেটেছে স্বর্ণহীন! এদিন তাদের প্রাপ্তি ছিল ৫ রৌপ্য ও ১০ তা¤্রপদক। শূটিংয়ে আবদুল্লাহ হেল বাকীকে নিয়ে স্বর্ণজয়ের বিপুল প্রত্যাশা ছিল। কিন্তু শুরুতে ভাল অবস্থানে থেকেও এই তারকা শূটার ১০ মিটার এয়ার রাইফেলে তা¤্রপদক লাভ করেন। এই ইভেন্টে ২৪৯.২ স্কোর করে স্বর্ণ জেতেন ভারতের পংকজ কুমার। রৌপ্যপদক পান ভারতের অঙ্কুশ যাদব। তিনি স্কোর করেন ২৪৮.৭। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিততে না পারাটা বাকির জন্য আক্ষেপ হয়ে রইল। শনিবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে আতকিয়া হাসান দিশার সঙ্গে জুটি বেঁধে স্বর্ণের লড়াইয়ে খেলবেন বাকী। এই জুটি আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত ইভেন্টে রৌপ্যপদক জিতেছে বাংলাদেশ। সৈয়দা আতকিয়া হাসানা দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পা এবং শারমিন আক্তার রতœা একসঙ্গে দেশকে এই ইভেন্টে রৌপ্যপদক এনে দেন। আগেরদিনও মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে রৌপ্যপদক জিতেছিলেন তারা। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল দলগততে ব্রোঞ্জ জেতেন আব্দুল্লাহ হেল বাকী, রবিউল হোসেন এবং রাব্বি হাসান। বৃহস্পতিবার দশরথ স্টেডিয়ামে স্বস্তির জয়ে পদকের লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারায় তারা। দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে সকালে বাংলাদেশের দুই এ্যাথলেটে জহির রায়হান ও আবু তালেব ৪০০ মিটার দৌড়ের হিটে অংশ নেন। তাতে জহির তৃতীয় ও তালেব হন অষ্টম। জহির ফাইনালে উন্নীত হলেও তালেবের ভাগ্যের শিকে ছেঁড়েনি। তবে ফাইনালে নাম লেখালেও জহির তাতে অংশ নিতে পারেননি। কেননা হিটের পরেই জহির অসুস্থ হয়ে পড়েন। বিস্ময়করভাবে অসুস্থ হয়ে পড়েন তালেবও। দৌড় শেষে দুজনই শ্বাসকষ্ট অনুভব করায় তাদের পাশের ব্লু ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক পবন রাওয়াল তাদের অক্সিজেন দেন। জহির সম্পর্কে পবন বলেন, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না। যদি তিনি আবার দৌড়ান, তাহলে তার পালস রেট আরও অনেক বেড়ে যাবে। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না।’ উশুতে নানচুয়ান নানদা অলরাউন্ড ইভেন্টে বাংলাদেশকে রৌপ্যপদক উপহার দিয়েছেন মর্জিনা আক্তার। রৌপ্য জিততে তিনি হারান শ্রীলঙ্কার প্রতিযোগী সাঞ্জু কুমারীকে। তবে ফাইনালে মর্জিনা হেরে যান নেপালের নিমা ঘারতি মাগারর কাছে। এদিকে পুরুষদের ইভেন্টে বাংলাদেশের সজীব হোসেন জেতেন রৌপ্যপদক। পুরুষ উশু অলরাউন্ড ইভেন্টে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের রাশেদ হোসেন। অপরদিকে উশুর তাইজি-তাইজি জিয়ান অলরাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন দীপ্তি দাস। ভারোত্তোলনে ছেলেদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের রাজককুমার রায়। স্ন্যাচ (৮০) এবং ক্লিন এ্যান্ড জার্ক (১০৪) মিলিয়ে ১৮৪ কেজি ভার উত্তোলন করেন তিনি। মেয়েদের ৫৫ কেজিতে বাংলাদেশের ফুলপতি চাকমা রৌপ্যপদক জিতেছেন। স্ন্যাচে ৬৩ কেজি এবং ক্লিন এ্যান্ড জার্কে ৮৫ কেজি মিলিয়ে সর্বমোট ১৪৮ কেজি ওজন তুলে রৌপ্যপদক জেতেন তিনি। ছেলেদের ৬১ কেজিতে বাংলাদেশের মোস্তাইন বিল্লাহ ব্রোঞ্জ পান। সবমিলিয়ে ২৩৫ কেজি ওজন তোলেন তিনি। মেয়েদের ৪৯ কেজিতে মোল্লা সাবিরা সুলতানা সবমিলিয়ে ১৩০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পান। ব্যাডমিন্টন ডিসিপ্লিনের মিক্সড ডাবলস ইভেন্টে বাংলাদেশের সালমান-উর্মি জুটি শ্রীলঙ্কার কাছে ১৩-২১, ৯-২১ পয়েন্টে হেরে যান এবং তা¤্রপদক অর্জন করেন। সাঁতারে লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদ বাংলাদেশের হয়ে অংশ নিয়ে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন তিনি। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ব্রোঞ্জ জিতেছেন মাহমুদুন নবী। তায়কোয়ান্দোতে পুরুষ অ-৮৭ কেজিতে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের রাসেল খান। এছাড়া অ-৬৭ কেজিতে বাংলাদেশের সালমা খাতুন নেপালের প্রতিপক্ষের কাছে হেরে ব্রোঞ্জ পান। পুরুষ কাবাডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২১-৩৭ পয়েন্টে পাকিস্তানের কাছে হেরেছে। নারী কাবাডিতে ভারতের কাছে ৪৭-১৬ পয়েন্টে হারে বাংলাদেশ। পোখারায় অনুষ্ঠিত মেয়েদের হ্যান্ডবলে নেপালের কাছে ২৬-২৪ গোলে হারে বাংলাদেশ। ছেলেদের হ্যান্ডবলে মালদ্বীপকে ৩৮-২২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
×