ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটবলে হার সত্ত্বেও দিনটা ভালই কাটল বাংলাদেশের

প্রকাশিত: ১০:২৪, ৩ ডিসেম্বর ২০১৯

 ফুটবলে হার সত্ত্বেও  দিনটা ভালই কাটল বাংলাদেশের

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ রবিবার থেকে শুরু হলেও সোমবার থেকে এসএ গেমসের পদক নিষ্পত্তির লড়াই শুরু হয়েছে। ফুটবলে প্রথম ম্যাচেই ভুটানের কাছে ১-০ গোলে অপ্রতাশিতভাবে হেরে গেছে বাংলাদেশ। তারপরও আসরের দ্বিতীয় দিনটা ভালই গেছে বাংলাদেশ ক্রীড়া দলের। হিমালয়ের দেশ নেপালের কাঠমান্ডুর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত তায়কোয়ান্দো ও কারাতে ইভেন্ট থেকে মোট ১৬টি পদক অর্জন করেছে বাংলাদেশের এ্যাথলেটরা। এসএ গেমস ফুটবলে পঞ্চম সাক্ষাতে গিয়ে ভুটানের কাছে এই প্রথম হার মানলো বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাংলাদেশই হেসে খেলে জিতবে, এমনটাই অনুমেয় ছিল। কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করে দিল ভুটান। দুঃস্বপ্নের ম্যাচটি শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, ‘ছেলেদের পারফর্মেন্সে আমি হতাশ। কোন অর্ধেই তারা ভাল খেলেনি। গোলের সুযোগগুলো তারা ভালভাবে কাজে লাগাতে পারেনি। এরকম ফলের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সত্যিই হতাশ হয়েছি।’ ব্রিটিশ এই কোচ আরও বলেন, ‘ভুটানের সঙ্গে গত মাসে দুটি ম্যাচে জয় পেয়েছিলাম আমরা। যদিও তারা ভাল দল। কিন্তু আমাদের চেয়েও আজ তারা ভাল খেলেছে। এখন সামনের ম্যাচটি (প্রতিপক্ষ মালদ্বীপ) আমাদের জন্য আরও কঠিন হবে।’ ফুটবলে ভুটানের কাছে লজ্জা-হতাশার হারের দুঃখ ভোলার জন্য একটা সোনার পদকের ভীষণ প্রয়োজন ছিল সোমবার। সেই প্রয়োজনটা দারুণভাবেই মিটিয়ে দিলেন দীপু চাকমা। বাংলাদেশ সেনাবাহিনীর এক সাধারণ সৈনিক থেকে বনে গেলেন এসএ গেমসের সোনার পদকজয়ী গর্বিত এ্যাথলেট। কাঠমান্ডুর সাতদোবাদো তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত পুরুষদের একক পুমসা উর্ধ-২৯ শ্রেণীতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক পাওয়ার চিত্তসুখে আপ্লুত হন দীপু। রাঙ্গামাটির ছেলে রাঙালেন কাঠমান্ডু। তাকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এই স্বর্ণপদক তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাকে উৎসর্গ করছেন ৩১ বছর বয়সী দীপু। তাম্রপদক দিয়ে এসএ গেমসে পদকের হালখাতা খোলে বাংলাদেশ। সোমবার লাল-সবুজদের হয়ে প্রথম পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতেতে ব্যক্তিগত কাতায় তাম্রপদক জেতেন তিনি। ছেলেদের ব্যক্তিগত কাতায় হাসান খান বাংলাদেশের হয়ে দ্বিতীয় পদক অর্জন করেন। আজ ৬৩ কেজিতে কুমিতে খেলবেন অন্তরা। বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্যপদক জেতেন বাংলাদেশ আনসারের মোস্তফা কামাল। ছেলেদের কারাতে ডিসিপ্লিনের ব্যক্তিগত কুমিতে অনুর্ধ-৫৫ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জেতেন তিনি। সেমিফাইনালে ৪-১ ব্যবধানে জেতেন মোস্তফা। ফাইনালে প্রবল লড়াই করেও বিজয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে যান তিনি। এদিকে ব্যক্তিগত কুমি?র অনুর্ধ-৮৪ কেজিতে বাংলাদেশের মোহাম্মদ রমজান ব্রোঞ্জ জেতেন। আর ব্যক্তিগত কুমির অনুর্ধ-৮৮ কেজিতে ব্রোঞ্জ জেতেন আতিকুর রহমান। সময় গণনার মেশিনে ১০ সেকেন্ড রীতিমতো গায়েব করে দিয়েছেন টাইম কাউন্টাররা। ১৩ সেকেন্ড থেকে হঠাৎ করে ১০ সেকেন্ড ‘নাই’ করে দেয় আয়োজকরা। নেপালের প্রতিযোগী কুসুম খাদকাকে জেতানোর জন্য চরম পক্ষপাতিত্বমূলক আচরণ করে আয়োজকরা। ফলে স্বর্ণজয়ের অনেক কাছাকাছি গিয়েও তা অর্জন করতে পারেননি বাংলাদেশের কারাতেকা মাউঞ্জেরা বন্যা। নারী একক কুমিতে অনুর্ধ-৫৫ কেজিতে রৌপ্য জেতার পর কান্নায় ভেঙ্গে পড়েন বন্যা। দুর্দান্ত লড়াই করে নেপালের খাদকাকের কাছে ৩-২ ব্যবধানে কারাতেতে সোমবার মোট ৯টি ইভেন্টে খেলা বাংলাদেশ জিতেছে ২টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ। হারটা কিছুতেই মানতে পারেননি বন্যা। খেলা শেষ হওয়ার পর কেঁদে বুক ভাসান তিনি। তাকে সান্ত¡না দিতে জন্য ছুটে আসেন তার বড় বোন ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে কারাতেতে এই ইভেন্টে স্বর্ণজয়ী মরিয়ম খাতুন বিপাশা। এছাড়া মেয়েদের দলগত কাতায় ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের নুমি মারমা, উলামে মারমা ও কারিমা খাতুন। সাত মাইক্রো পয়েন্টে চতুর্থ হয়ে তামা জেতেন তারা। ভলিবলে গতকাল ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরেছে।
×