ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ সাইবার ট্রাইব্যুনালে

প্রকাশিত: ১১:১০, ২০ নভেম্বর ২০১৯

সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ সাইবার ট্রাইব্যুনালে

কোর্ট রিপোর্টার ॥ ফেসবুক লাইভে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ও প্রধানমন্ত্রীর মানহানির মামলায় সেফাতউল্লাহ ওরফে সেফুদার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন এ আদেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর প্রতিবেদন গতকাল দাখিল হয়। প্রতিবেদনে বলা হয় আসামি গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। এরপর ট্রাইব্যুনালে সম্পত্তি ক্রোকি পরোয়ানা জারি করেছেন। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি দিন ধার্য করেন। গত ২৩ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী মোঃ আলীম আল রাজী জীবন এ মামলা করেন। ওইদিন ট্রাইব্যুনাল কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেয়। এরপর ১০ সেপ্টেম্বর মামলাটি তদন্তের পর কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই পার্থ প্রতিম ব্রহ্মচারী আসামি ফেবুদার বিরুদ্ধে ফেসবুকে লাইভে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
×