ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বেও আসছে ব্যাপক পরিবর্তন

প্রকাশিত: ১১:২০, ১৭ নভেম্বর ২০১৯

ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বেও আসছে ব্যাপক পরিবর্তন

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের চলমান সম্মেলনের অংশ হিসেবে মহানগর উত্তর ও দক্ষিণে আসছে ব্যাপক পরিবর্তন। সম্মেলন ঘিরে চলছে নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ। এ সম্মেলনে যে নতুন কমিটি আসছে, তাতে বাদ পড়তে পারেন অনেক সিনিয়র নেতা। টেন্ডারবাজি, দলে কোন্দল সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাণিজ্য, ক্যাসিনো কেলেঙ্কারি ও টাকার বিনিময়ে পদ বিক্রিসহ নানা অভিযোগ রয়েছে বর্তমান কমিটির অনেকের বিরুদ্ধে। ইতোমধ্যে বিতর্কিতদের তালিকা প্রস্তুত করেছে দলের হাই কমান্ড। প্রধানমন্ত্রীর গৃহীত চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে। চলতি মাসের ৩০ তারিখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের তারিখ রয়েছে। এর আগে ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এর তিন বছর পর ২০১৬ সালের ১০ এপ্রিল দলের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছিল। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি ছিলেন একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সাদেক খান এবং দক্ষিণে সভাপতি ছিলেন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক ছিলেন শাহে আলম মুরাদ। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগে ব্যাপক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মহানগর দু’টির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসন্ন সম্মেলনে পরিবর্তন আসবে বলে জানা যায়। ঢাকা উত্তরের সভাপতি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ স্বপদে বহাল থাকবেন বলে অনেকে আশাবাদী। এছাড়া বর্তমান সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও দীর্ঘদিনের ওয়ার্ড কমিশনার সাদেক খান এমপি এবার সভাপতি পদে শক্তিশালী প্রার্থী বলে জানা গেছে। কর্মীবান্ধব নেতা হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জনপ্রিয় নেতা শেখ বজলুর রহমানও সভাপতি প্রার্থী। শেখ বজলুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। উত্তরের সাধারণ সম্পাদক পদে এবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বর্তমান মহানগর উত্তর কমিটির অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এ মান্নান কচির নাম নেতা-কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে। ক্লিন ইমেজ এবং পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত ওয়াকিল উদ্দিন দীর্ঘদিন গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বহুবার নির্বাচিত কমিশনার ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন, সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এবং বিএমএ নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অবিভক্ত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটির সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিলিপ রায়ের নামও সভাপতি প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, সাবেক ছাত্রলীগ নেতা আখতার হোসেন, সাবেক মহানগর আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের ছেলে কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ তানিমের নাম শোনা যাচ্ছে।
×