ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নূর হোসেন নিয়ে মন্তব্যে রাঙ্গার দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:৪০, ১৩ নভেম্বর ২০১৯

নূর হোসেন নিয়ে মন্তব্যে রাঙ্গার দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনের শহীদ নূর হোসেনকে নিয়ে করা কটূক্তি প্রত্যাহার করে নিয়েছেন প্রয়াত এ সেনাশাসকের গড়ে তোলা দল জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূর হোসেনের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গত ১০ নবেম্বর জাতীয় পার্টির গণতন্ত্র দিবসের (শহীদ নূর হোসেন দিবস) আয়োজনে তিনি নব্বইয়ের গণআন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ আখ্যা দেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর ও ফেনসিডিলখোর মন্তব্য করে রাঙ্গা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বৈরাচার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার। গণতন্ত্রের আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মদানের দিন ছিল রবিবার। প্রতিবছর এই দিনটিকে নূর হোসেন দিবস হিসেবে পালন করা হয়। এবারও যখন তাকে স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সেদিনই জাতীয় পার্টির এক অনুষ্ঠানে রাঙ্গার বিতর্কিত এই বক্তব্য আসে। যা নিয়ে গোটা রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে প্রতিবাদের ঝড়। মহাজোট সরকারের সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিতর্কিত বক্তব্যের ৪৮ ঘণ্টা পর বোধদয় হয়। নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা রাঙ্গার বিরুদ্ধে মামলা করতেও প্রস্তুত, অন্যথায় তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। এ বিষয়ে এরশাদের ভাগিনা রাঙ্গা বলেন, গত ১০ নবেম্বর তারিখে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে ঘূর্ণিঝড়ের কারণে ঘরোয়াভাবে আয়োজিত গণতন্ত্র দিবসের আলোচনা সভায় আমার কিছু বক্তব্য নিয়ে কোন কোন মহল এবং বিশেষ করে নূর হোসেনের পরিবারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিবছর নূর হোসেনের মৃত্যুবার্ষিকীর দিনে কয়েকটি সংগঠনের আলোচনা, বক্তব্য ও বিবৃতিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদকে হেয় প্রতিপন্ন করা হয় বলে অভিযোগ করেন জাপা মহাসচিব।
×