ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপুল সম্ভাবনার পর্যটন খাত এখনও অবহেলিত

প্রকাশিত: ১১:৩০, ১৩ নভেম্বর ২০১৯

বিপুল সম্ভাবনার পর্যটন খাত এখনও অবহেলিত

স্টাফ রিপোর্টার ॥ বিপুল সম্ভাবনার পর্যটনখাত এখনও অবহেলিতই রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, সিলেটের পাহাড়ী কন্যার মনোহারী সব উপকরণ থাকার পরও দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ব্যর্থ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন কর্পোরেশন। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পরিবহন, বহুভাষাবিদ গাইড ও নিরাপত্তার মতো বিষয়গুলোর ওপর নির্ভর করছে দেশীয় পর্যটন খাতের ভবিষ্যত। সত্যিকার অর্থে পর্যটনের বিকাশে অবশ্যই সরকারী ও বেসরকারী পর্যায়ের যৌথভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের ভ্রমণ, পর্যটন ব্যবসায়ের সঙ্কট ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ ধরনের মতামত প্রকাশ করেন। ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি রিসার্চ নেটওয়ার্ক আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আটাব সভাপতি এসএন মনজুর মুরশেদ মাহবুব।
×