ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর নির্দেশে না’গঞ্জে শেখ রাসেল পার্কের কাজ বন্ধ

প্রকাশিত: ১২:৪৯, ২৪ অক্টোবর ২০১৯

 মন্ত্রীর নির্দেশে না’গঞ্জে  শেখ রাসেল পার্কের কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রেলওয়ের জায়গায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মাণাধীন শেখ রাসেল পার্কের কাজ বন্ধ করে দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার শেখ রাসেল পার্কের জায়গা পরিদর্শন করে রেলমন্ত্রী কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় পার্ক নির্মাণ কাজে নিয়োজিত ২১ শ্রমিককে আটক করা হয়। পরে দুইজনকে রেখে বাকি ১৯ শ্রমিককে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এসময় সাংবাদিকদের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। যদি রেলওয়ের জায়গা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ,তাহলে রেলওয়ের যে নিয়ম-নীতি রয়েছে তা মেনেই নিতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ রেলওয়ের অনেক উন্নয়ন কাজ চলছে। এজন্য আমাদের অনেক জায়গা লাগবে। রেলের উন্নয়ন কাজ সম্পুন্ন হওয়ার পর যদি জমি থাকে তা নিয়ম মোতাবেক আবেদন করলে তা বরাদ্দ দেয়া হবে। এদিকে রেলমন্ত্রীর শেখ রাসেল পার্কের নির্মাণ কাজ বন্ধ দেয়ার প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জবাসী ব্যানারে পার্কের পূর্বপাশের মাঠে বুধবার বিকেলে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে নিরীহ শ্রমিকদের আটক ও কাজ বন্ধ করে দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ এফএম এহেতেশামুল হক সাংবাদিকদের জানান, মন্ত্রীর নির্দেশে শেখ রাসেল পার্কে কাজ বন্ধ হওয়ার বিষয়টি তিনি অবগত নন। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহাতায় জিমখানা হাতির ঝিলের আদলে লেক নির্মাণ করা হচ্ছে।
×