ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাম্বাসি কাপ ফুটবল শুরু শুক্রবার

প্রকাশিত: ০৮:০৯, ২৩ অক্টোবর ২০১৯

এ্যাম্বাসি কাপ ফুটবল শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে পর্দা উঠছে এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৩টি বিদেশি দূতাবাস ও হাইকমিশন। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। ‘স্পোর্টস ফর পিস’ এই শ্লোগান সামনে রেখে একত্রিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো। সেভেন-এ-সাইড টুর্নামেন্টের দলগুলো হলো : অস্ট্রেলিয়া, ভুটান, ইরান, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, নরওয়ে, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। এছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশও। তবে তাদের আছে দুটি দল। একটি পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যটি ডিপ্লোম্যাট পুলিস। এছাড়া আছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দলও। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার (এপিবিএন) মাঠ। শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ওয়ালটন গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেসের সভাপতি এ্যাডওয়ার্ড কিম। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি। টুর্নামেন্টে জার্সি ও ট্রফি উন্মোচন করেন গতবারের রানার্সআপ প্যালেস্টাইনের দলনেতা নূর। এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রæপ। এর সহকারী পৃষ্ঠপোষক এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্পোর্টস পার্টনার ডেকাথলন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইলকেট্রনিক মিডিয়া থেকে যমুনা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে দ্য ডেইলি স্টার, ভয়েস মিডিয়া থেকে রেডিও ভূমি এবং অনলাইন মিডিয়া থেকে রাইজিংবিডি ডটকম। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও মন্ত্রণালয়ের ফুটবল দলের টিম ম্যানেজার কাজী জিয়াউল হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাকটিভিস্টের ব্যবস্থাপনা পরিচালক খালিদুর রহমান জুয়েল, ফিলিস্তিনের দূতাবাসের কর্মকর্তা নূর এইচ আলাওয়ি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এই আসরের এটি হচ্ছে দ্বিতীয় আয়োজন। গত বছর অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া। রানার্সআপ হয়েছিল প্যালেস্টাইন। এবার খেলা হবে ১০ মিনিট করে মোট ২০ মিনিট। বিরতির সময় বিশ্রাম থাকবে ১৫ মিনিটের। ১৬টি দলকে ভাগ করে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুটি দল ফাইনাল খেলবে। ২৫ অক্টোবর গ্রুপপর্ব ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৬ অক্টোবর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ট্রফি ও মেডেল পাবে। এ ছাড়া টুর্নামেন্ট সেরা, ফাইনালের সেরা, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষক যিনি হবেন তাদের ক্রেস্ট দেয়া হবে। তবে আসরের নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেননা অংশগ্রহণকারী দলগুলোর সবই কিন্তু দূতাবাস নয়, কিছু আছে হাই কমিশন দল। তাছাড়া বাংলাদেশের ভিন্ন ভিন্ন দুটি সংস্থা এবং জাতিসংঘের একটি দল থাকায় এর নাম এ্যাম্বাসি কাপ না হয়ে ‘ডিপ্লোম্যাট কাপ’ হলেই যুক্তিপূর্ণ হতো বলেই মনে করছেন ক্রীড়ামোদীরা। সংবাদ সম্মেলনে খালিদুর রহমান জুয়েল বলেন, ‘বাংলাদেশ সম্প্রতির দেশ। সেই সম্প্রতিকে আরও বৃদ্ধি করতে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট করতে যাচ্ছি। যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ ও এসএমসি। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এগিয়ে এসেছে বলেই দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টটা করতে পারছি।’ জিয়াউল হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় স্পোর্টস স্কুল ও অ্যাকটিভিস্টকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের। তারা এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে এগিয়ে এসেছে। আসলে এই এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যেটা হয় সেটা হল সবগুলো এ্যাম্বাসির সঙ্গে আমাদের দেখা-সাক্ষাৎ হয় কথা হয়। অন্যান্য সময় আমরা কোট-টাই পড়া অবস্থায় কথা বলি। এই টুর্নামেন্টের সময় আমরা অবশ্য ইনফরমালি কথা বলতে পারি। খুবই ভালো সময় কাটে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার হয়। মূলত এগুলো নিয়েই আমরা মন্ত্রণালয়ে কাজ করি। কালচারাল কানেক্ট যেটাকে আমরা বলি। আগের আসরেও আমরা অংশ নিয়েছিলাম। এবারও অংশ নিচ্ছি। অনুশীলন করছি। আশা করছি দারুণ একটি টুর্নামেন্ট হবে।’ নূর এইচ আলাওয়ি বলেন, ‘আমরা গেল আসরেও অংশ নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে রানার্সআপ হয়েছি। ওই টুর্নামেন্টের পর থেকেই আমরা নিয়মিত প্রস্তুতি নিচ্ছি। এবার আমাদের প্রস্তুতিও বেশ ভালো। আশা করছি ভালো কিছু করতে পারব। আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’
×