ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুলার বদলে চীন থেকে আসা কন্টেইনারে মিলল বালু

প্রকাশিত: ০৬:০৩, ২২ অক্টোবর ২০১৯

তুলার বদলে চীন থেকে আসা কন্টেইনারে মিলল বালু

অনলাইন রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে চীন থেকে আমদানি করা একটি কন্টেইনারে তুলার বদলে বালু পেয়েছে কাস্টম কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে নগরের ইপিজেডের কিউএনএস ডিপোতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. নুরউদ্দিন মিলন জানান, ওই চালানে ৩০ লাখ টাকার স্ট্যাপল ফাইবার বা তুলা আসার কথা ছিলো। কিন্তু কন্টেইনার খোলার পর তুলার বদলে ৯১৬ ব্যাগ বালু পাওয়া গেছে। তিনি আরো জানান, চট্টগ্রাম কোতোয়ালি থানার জুবিলি রোডের মেসার্স সৈয়দ ট্রেডার্সের নামে চালানটি চীন থেকে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল আগ্রাবাদের সিঅ্যান্ডএফ এজেন্ট এসজিএস কোম্পানি।
×