ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসপিএ ব্যাডমিন্টনে রুমেল-আশিক জুটি তৃতীয়

প্রকাশিত: ০৮:৫৯, ১৯ অক্টোবর ২০১৯

বিএসপিএ ব্যাডমিন্টনে রুমেল-আশিক জুটি তৃতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ব্যাডমিন্টন (দ্বৈত) প্রতিযোগিতায় দৈনিক জনকণ্ঠের জন্য সাফল্য বয়ে এনেছেন স্পোর্টস রিপোর্টার রুমেল খান। পল্টনের তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিবিসি নিউজের শেখ আশিককে সঙ্গে নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২২-২০ পয়েন্টে তিনি বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল এবং ক্রিকফেনজাই ডটকমের শান্ত মাহমুদকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য, গ্রুপ ম্যাচে চঞ্চল-শান্ত জুটির কাছেই হেরে যান রুমেল-আশিক জুটি। তবে অপর ম্যাচে জাফিউল ইসলাম বাবু এবং ডেইলি অবজারভারের মাহতাব উদ্দিনকে হারানোর সুবাদে এবং বাবু-মাহতাব জুটি চঞ্চল-শান্ত জুটির কাছে হেরে যাবার কারণে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উন্নীত হন রুমেল-আশিক জুটি। সেখানে তারা হেরে যান মোস্তাক-কবিরুল জুটির কাছে। অপর সেমিতে শামীম-তামীম জুটির কাছে হেরে যান চঞ্চল-শান্ত জুটি। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও এই জুটির মুখোমুখি হতে হয় রুমেল-আশিক জুুটিকে। এবার আর ভুল নয়, দেখে-শুনে খেলে জেতার পাশাপাশি গ্রুপ ম্যাচে হারার প্রতিশোধটাও নিয়ে নেন কড়ায়-গণ্ডায়। মজার ব্যাপার-রুমেল বিগত কয়েক বছর ধরে বাডমিন্টনে জুটি বেঁধে খেলেছিলেন চঞ্চলের সঙ্গে। কিন্তু এই জুটির কোন সাফল্য ছিল না। এবার রুমেল-চঞ্চল দুজনেই নতুন জুটি বেছে নেন। শেষ পর্যন্ত চঞ্চল না পারলেও তার জুটিকে হারিয়েই সফলতার মুখ দেখেন ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্যপদ পাওয়া রুমেল! আশিক এবারই প্রথম বিএসপিএর ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অভিষেকেই নজরকাড়া না হলেও সমীহ জাগানিয়া সাফল্য কুড়িয়ে নিয়েছেন ঠিকই। ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন কালের কণ্ঠের শামীম হাসান ও একুশে টিভির আবু হুরায়রা তামীম জুটি, রানার্সআপ হয়েছেন বিডি স্পোর্টস ২৪ ডটকমের মোস্তাক আহমেদ খান ও দৈনিক জবাবদিহির কবিরুল ইসলাম জুটি। এছাড়া ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হন মোস্তাক আহমেদ খান, রানারআপ হন আরাফাত দাড়িয়া, তৃতীয় হন শামীম হাসান। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে রুমেলের প্রথম এবং সার্বিকভাবে নবম সাফল্য। এর মধ্যে সাতটিই জিতেছেন টেবিল টেনিস ইভেন্টে। এই ইভেন্ট আরও কদিন পরেই অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, এই ইভেন্টে আগের মতো সাফল্য তিনি পান কি না। * বিএসপিএ স্পোর্টসে রুমেল খানের সাফল্যগুলো ॥ ২০১২ সালে টি২০ ক্রিকেটে রানার্সআপ মেডেল, ২০১৪ সালে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন, ২০১৬ সালে টেবিল টেনিসে এককে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৭ সালে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৮ সালে টেবিল টেনিস এককে তৃতীয় স্থান, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালে ব্যাডমিন্টন দ্বৈতে তৃতীয় স্থান।
×