ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ হচ্ছে তো?

প্রকাশিত: ০৮:৩৯, ১৯ অক্টোবর ২০১৯

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ হচ্ছে তো?

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদিন আগেই প্যারাগুয়ে ফুটবল সংস্থার (পিএফএ) সোশাল মিডিয়ার পেজে জানানো হয়েছিল আগামী ১৮ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে দলটি। ভেন্যু হিসেবে উল্লেখ করা হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। আরও জানানো হয়, তিন দিন আগে অর্থাৎ ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনিজুয়েলার বিপক্ষে অপর একটি প্রীতি ম্যাচে অংশ নেবে প্যারাগুয়ে। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ জানানো হয়, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি নিয়েই তাদের আগ্রহ বেশি। শুধু এই ম্যাচটি নিয়েই চলছে আলোচনা। যদিও ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে। এবার ফেডারেশনের সহসভাপতি তাবিথ আওয়াল জানলেন, এখনও বিষয়টা অমিমাংসিতই রয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেবার আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। প্যারাগুয়ের এই ঘোষণা দেয়ার পরও আর্জেন্টাইন মহাতারকাকে কাছ থেকে দেখতে অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা। এক প্রশ্নের জবাবে বাফুফের এই কর্তা বলেন, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
×