ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৬, ১৮ অক্টোবর ২০১৯

পদ্মা সেতুর বাস্তব  কাজের অগ্রগতি ৮৪ শতাংশ ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ। সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর ভিজিটরস সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২১ সালের জুনের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর কাজ। কিন্তু, পদ্মা খুবই আনপ্রেডিক্টেবল একটি নদী। এখানে একই সঙ্গে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। এতে সিডিউল অনুযায়ী কাজ শেষ করা যায় না। তিনি আরও বলেন, মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিং এর কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি দশটি পিয়ারের কাজ চলমান আছে। মোট ৪১টি ট্রাস বা স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়া সাইটে এসেছে ৩১টি। যার মধ্যে ১৪টি পিয়ারে স্থাপন করা হয়েছে, ১৫তম স্প্যান বসানোর জন্য পিয়ার ২৩-২৪ এর কাছে রাখা হয়েছে। চারটি স্প্যান কনস্ট্র্রাকশন ইয়ার্ডে আছে এবং একটি চর এলাকায় ২৮ নম্বর পিয়ারের কাছে রাখা আছে। মন্ত্রী আরও বলেন, রেলওয়ে সø্যাব এর জন্য ২৯৫৯টি প্রি-কাস্ট সø্যাব প্রয়োজন হবে। এরমধ্যে ২৮৯১টি সø্যাব তৈরির কাজ শেষ হয়েছে এবং বাকি সø্যাব আগামী নবেম্বরে তৈরি শেষ হবে। রেলওয়ে সø্যাব স্থাপন করা হয়েছে ৩৬১টি।
×