ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসিক এ্যাসিস্ট্যান্স এ্যান্ড প্রোটেকশন কোর্স সমাপ্ত

প্রকাশিত: ১১:৩২, ১৮ অক্টোবর ২০১৯

বেসিক এ্যাসিস্ট্যান্স এ্যান্ড প্রোটেকশন কোর্স সমাপ্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বৃহস্পতিবার রাসায়নিক দুর্যোগ/দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী ‘বেসিক এ্যাসিস্ট্যান্স এ্যান্ড প্রোটেকশন কোর্স’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকে মোট ৪৪ জন কর্মকর্তা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। উল্লেখ, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন সামরিক, অসামরিক কর্মকর্তা এবং স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপকগণ এ সময়ে উপস্থিত ছিলেন।-আইএসপিআর
×