ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব ॥ খন্দকার মাহবুব

প্রকাশিত: ১২:০৯, ১৬ অক্টোবর ২০১৯

সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব ॥ খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ সরকার পতনে আইনজীবীরা মাঠে নেমেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সরকারকে উদ্দেশ করে মাহবুব বলেন, আর সময় নেই, জনগণ জেগেছে, আইনজীবীরা জেগেছে শীঘ্রই মাঠ উত্তপ্ত করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করব। আর যত রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানায় রয়েছে তাদেরকেও মুক্তি দিতে হবে। আজকে আমরা শপথ নিচ্ছি যে পর্যন্ত দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, যে পর্যন্ত না এই সরকারের পতন হবে, যে পর্যন্ত না দেশ দুর্নীতিমুক্ত না হবে সে পর্যন্ত আন্দোলনে রাজনীতিবিদদের সঙ্গে আইনজীবীরাও মাঠে থাকবে। খন্দকার মাহবুব বলেন, সারাদেশে এখন দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। কারা ক্যাসিনো করেছে, কাদের আশ্রয়ে ক্যাসিনো হয়েছে তা সবাই জানে। তবে কয়েকজনকে গ্রেফতার করে তারা যদি মনে করে বড় বড় দুর্নীতিবাজদের বাদ দেবে সেটা হবে না। আমরা ক্ষমতায় যেতে পারলে একটা একটা করে দুর্নীতিবাজদের বিচার করব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মির মোহাম্মদ নাসির, বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রমুখ। এবি ব্যাংকের গুলশান শাখার এসিতে আগুন স্টাফ রিপোর্টার ॥ আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের গুলশান শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলে তার আগেই আগুন নিভে যায়। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ জানান- একটি এসিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×