ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিইউপিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:২৮, ১৬ অক্টোবর ২০১৯

বিইউপিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

গত ১২ অক্টোবর বাংলাদেশ ভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ডিবেট ক্লাব আয়োজিত বিইউপি ডিবেট কম্পিটিশনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দুইটি ভাগে বিভক্ত বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বে ইংলিশ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট অংশে ৪০টি দলের ৮০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্তপর্বের ইংরেজী ভাগে নর্থসাউথ ভার্সিটির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ২য় স্থান অর্জন করে। ২য় ভাগে বাংলা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে ৩২টি দলের ৯৬ বিতার্কিক অংশগ্রহণ করেন। এ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দ্বিতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। এছাড়া বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস এ্যান্ড স্যোসাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+, পিএইচডি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি জয়পুরহাটে ওয়েল্ডিং ওয়ার্কশপে ড্রাম বিস্ফোরণে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৫ অক্টোবর ॥ জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি এলাকার একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে ড্রাম বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসে ওই ওয়ার্কশপের শ্রমিক নিহত ও মালিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (৩৫) জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও আহত ওয়ার্কশপ মালিক সাদ্দাম হোসেন। একই উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
×