ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেজিং বছরে ১১ সেমি দেবে যাচ্ছে

প্রকাশিত: ১০:২৮, ১৪ অক্টোবর ২০১৯

 বেজিং বছরে ১১ সেমি দেবে যাচ্ছে

যেসব শহরে জলসমস্যা রয়েছে সেগুলো ধীরে ধীরে দেবে যায়। দেবে যাওয়া এই শহরের মধ্যে রয়েছে চীনের রাজধানী বেজিং। এক গবেষণা বলছে, বেজিং প্রতি বছর ১১ সেন্টিমিটার করে দেবে যাচ্ছে। এর মূল কারণ, সেখানকার মাটির তলায় জলের পরিমাণ কমে যাওয়া। উপগ্রহ চিত্র ও জিপিএসের মাধ্যমে তৈরি প্রতিবেদনে জানা গেছে, দুই কোটি জনসংখ্যার বেজিং প্রতিনিয়ত মাটির নিচে দেবে যাচ্ছে। গত ২০০৩ থেকে ২০১০, এই সাত বছরে মাটির নিচে মারাত্মকভাবে দেবেছে বেজিং। শুধু তাই নয়, গত কয়েক বছরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে উপগ্রহ চিত্রে জানা গেছে। মধ্য বেজিংয়ের এলাকাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। যে জনবসতি এলাকাগুলোতে লাল সতর্কতা জারি হয়েছে সেগুলো হলো, চাওইয়াং, চাংপিং, শুন্যি ও তংঝউ। এই চারটি শহরের মধ্যেও বিশেষভাবে নজরে পড়ছে চাওইয়াং। পৃথিবীর সব থেকে জলকষ্টে ভোগা অঞ্চলগুলোর মধ্যে বেজিং এখন পঞ্চম। -সাউথ চায়না মর্নিং পোস্ট
×