ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

প্রকাশিত: ০৭:০৩, ১৩ অক্টোবর ২০১৯

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শহিদুল ইসলামকে (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে পৌর শহরের মধ্যবাজার এলাকায় লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ওই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ওইসময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত শহিদুলকে রবিবার সকালে থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গাইবান্ধা জেলা সদরের খোর্দ মালিবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এইচএসসি পাশ করে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ‘ডিএমএফ’ সনদপত্র নিয়ে নিজেকে ‘পলিপ, পাইলস ও হাঁপানী রোগের চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে নামের আগে ‘ডা.’ ও ‘এমএ’ উপাধি ব্যবহার করতেন। এ উপাধি ব্যবহার করে তিনি গত প্রায় আড়াই থেকে ৩ বছর যাবত নালিতাবাড়ী শহরের লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারে সপ্তাহের প্রতি সোমবার এবং সপ্তাহের অন্যান্য দিন উপজেলার নন্নী ও বনকুড়া বাজারসহ বিভিন্ন বাজারের ওষুধের দোকানে চেম্বার খুলে চিকিৎসা করে আসছিলেন। বিষয়টি সম্প্রতি উপজেলা প্রশাসনের নজরে এলে শনিবার রাত ৯টার দিকে লাবণ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও আরিফুর রহমান। ওইসময় শহিদুলকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
×