ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রদলকে ‘জিন্দাবাদ’ স্লোগান না দেয়ার অনুরোধ ছাত্রলীগের

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

  ছাত্রদলকে ‘জিন্দাবাদ’  স্লোগান না  দেয়ার অনুরোধ  ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শতাধিক নেতাকর্মী নিয়ে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন। এ সময় ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানটি না দেয়ার অনুরোধ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। রবিবার সকাল ১১টায় মধুর ক্যান্টিনে আসে ছাত্রদল। এ সময় তারা ঘণ্টাখানেক সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে তার কার্যালয়ে যান। ছাত্রদল আসার আগে থেকেই মধুর ক্যান্টিনে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। ছাত্রদল স্লোগান নিয়ে প্রবেশ করলে উভয় ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় সেখানে দু’পক্ষের স্লোগানে মুখর হয়ে ওঠে মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। ছাত্রদল সভাপতি খোকন বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সে জন্য ক্যাম্পাসে এসেছি। আর এখান থেকে আমাদের কার্যক্রম শুরু করতে চাই। ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রথম মধুর ক্যান্টিনে এসেছি। মধুর ক্যান্টিনে আসলে আমাদের জন্য পর্যাপ্ত মত প্রকাশের জায়গা নেই। কিন্তু ছাত্রলীগ উস্কানিমূলক স্লোগান দিয়েছেন। ক্যাম্পাসে এখনও সহাবস্থান নিশ্চিত হয়নি।
×