ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে জাকারিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জে জাকারিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাজুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি-সদস্য জাকারিয়া ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১২টায় শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার সদস্যরা। মানব-বন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাকারিয়ার স্ত্রী আখলিমা খাতুন, ভাই নাজমুর হাসান চৌধুরী ও ডাব্লিউ কাজী সহ অনেকে। বক্তারা জাকারিয়া হত্যাকারী আজীল খাঁন ও মনির মোল্লাসহ অন্যদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। তারা আরও জানান, ঘটনার ৮দিন ইতোমধ্যে পার হয়েছে; কিন্তু পুলিশ এখনও কোন আসামিকে গ্রেফতার করেনি। অথচ মামলা তুলে নিতে আসামিপক্ষ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে চলেছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা মানব-বন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরেও স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামে দত্তডাঙ্গা ব্রীজের উত্তর পার্শ্বে জাকারিয়া ভূঁইয়াকে রাস্তায় একা পেয়ে আদিল খাঁর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। পরে ১৩ সেপ্টেম্বর জাকারিয়ার বড় ভাই গোলাম রব্বানী ভূঁইয়া এব্যাপারে গোপালগঞ্জ থানায় এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে একটি হত্যামামলা (নং-২৬) দায়ের করে।
×