ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে

প্রকাশিত: ১০:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কবে? গত জুন থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রত্যেক দিনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে এদেশে এত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এবারে মৌসুমের শুরু থেকেই দেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আর এই বিরূপ আবহাওয়ার কারণেই ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খুলনায় শিশুসহ ২ জনের মৃত্যু ॥ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আট মাসের শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে রাফিত ও একই জেলার অভয়নগর উপজেলার খবিরুদ্দিন (৫০)। সোমবার দুপুরে ও রবিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনার সরকারী ও বেসরকারী হাসপাতালে খুলনা ও পার্শ্ববর্তী জেলার ডেঙ্গু আক্রান্ত ১৩ রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টায় রাফিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থ্যের অবনতি হলে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের আইসিইউতে নেয়া হয়। সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয়। এছাড়া অভয়নগর থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত খবিরুদ্দিন গত রবিবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আইসিইউতে তিনি মারা যান।
×