ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর রামপুরায় বিএমজেএফ এর জাতীয় নির্বাহী কমিটি-এনইসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর রামপুরায় বিএমজেএফ এর জাতীয় নির্বাহী কমিটি-এনইসি সভা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ১১:০০ টায় “বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ)” এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটি-এনইসি’র জরুরী সভা অনুষ্ঠিত হয় এবং নিম্নোক্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিএমজেএফ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতাল/বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতাল প্রকল্প। যাহার প্রকল্প পরিচালক ও প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন যথাক্রমে, ভাইস চেয়ারম্যান-এস, এম, সাইফুর রেজা ও সাংগঠনিক সম্পাদক- রওশন আরা রুবি। বিএমজেএফ শেখ রাসেল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়/বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প। যাহার প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন যথাক্রমে, ট্রেজারার(সাবেক যুগ্ম সচিব)- বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক- ইসরাত জাহান নাসরিন ও দপ্তর সম্পাদক- লায়ন মো: গাজী আলম ভূইয়া। আলোচ্যসূচী মোতাবেক বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অগঠণতান্ত্রিক আচরণ ও ফাউন্ডেশন এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সমূলে প্রতিরোধের সিদ্ধান্ত হয়েছে এবং গঠণতন্ত্র মোতাবেক (১) এস, এম সামসুল হুদা ও (২) মো: আব্দুর রশিদ মন্ডল রানার প্রাথমিক সদস্য পদ স্হগিত করে তাদের আ.ডি কার্ড বাতিল করে (যা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে) বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিবিধ আলোচনায় শোক দিবস-১৯ উপলক্ষ্যে বিএমজেএফ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক খসড়া আয়-ব্যয় হিসাব সভায় প্রতিবেদন আকারে জমা দিলে পূর্ব গঠিত অর্থ উপ-কমিটি পূনর্গঠন করে যথাক্রমে : আহবায়ক- ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম, সদস্য সচিব সহকারী মহাসচিব মো: আলমগীর কবীর সাজিদ ও সদস্য- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আহমদ রতন-কে উক্ত খসড়া আয়-ব্যয় হিসাব পরীক্ষান্তে আরও সংযোজন-বিয়োজন থাকলে না সংশোধন করত: চুড়ান্ত করার দায়িত্ব প্রদান করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল-কে আলোচ্যসূচী ১, ২ ও ৩ বাস্তবায়ন করতে গঠণতন্ত্র মোতাবেক সার্বিক পদক্ষেপ নিতে দায়িত্ব প্রদান করা হয়েছে।
×