ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এবার কার ভাগ্যে শিরোপা?

প্রকাশিত: ১০:৪২, ২৬ মে ২০১৯

 এবার কার ভাগ্যে শিরোপা?

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছরের অপেক্ষার পালা শেষ। আজ থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। রোমানিয়ান তারকার এটাই প্রথম মেজর শিরোপা। এবারও ট্রফি ধরে রাখতে মরিয়া বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। হ্যালেপ ছাড়াও রোঁলা গ্যাঁরোয় ফেবারিট হিসেবে কোর্টে নামবেন নাওমি ওসাকা, সেরেনা উইলিয়ামস, এ্যাঞ্জেলিক কারবার, পেত্রা কেভিতোভা, ক্যারোলিনা পিসকোভা, ক্যারোলিন ওজনিয়াকি এবং বেলিন্ডা বেনচিচের মতো অভিজ্ঞ তারকারা। তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ফরাসী ওপেনে ফেবারিটের তকমাটা মাখানো থাকবে কিকি বার্টেন্স, স্লোয়ানে স্টিফেন্স, এ্যাশলে বার্টি, জোহানা কন্টা এবং এ্যাশলে বার্টির গায়ে। গত কয়েক মৌসুম ধরেই বিশ্ব টেনিসের আলোচিত নাম সিমোনা হ্যালেপ। গত মৌসুমে রোঁলা গ্যাঁরোতেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। ক্লে-কোর্টে দুর্দান্ত পারফর্ম করা রোমানিয়ান তারকা শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারও ফেবারিট। যদিওবা গত ১২ মাসে ফ্রেঞ্চ ওপেন ছাড়া তার শিরোপা জয়ের সংখ্যা মাত্র একটি। রোঁলা গ্যাঁরোয় প্রথম রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ এ্যাজলা তোমালজানোভিচ। সাবেক শীর্ষ তারকা হ্যালেপ ছাড়া ফরাসী ওপেনে এবার দেখা যেতে পারে নাওমি ওসাকার চমক। জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড় সর্বশেষ দুই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছর ইউএস ওপেনের ফাইনালে আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান তিনি। এরপর নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও সেই ওসাকার চমক। এবার শুরু থেকেই দুর্দান্ত খেলা জাপানের এই প্রতিভাবান খেলোয়াড় ফাইনালে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। দুইবারের উইম্বলডন জয়ী কেভিতোভাকে হারিয়েই নতুন নজির গড়েন ২১ বছর বয়সী ওসাকা। ব্যাক টু ব্যাক গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটাও দখল করেন তিনি। এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেনে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন ওসাকা। শুক্রবারের ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালেই ওসাকা এবার সেরেনাকে পেয়ে যেতে পারেন প্রতিপক্ষ হিসেবে। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। ২০১৭ সালের পর অবশ্য আর কোন গ্র্যান্ডস্লাম নামের পাশে যোগ করতে পারেননি তিনি। এই সময়ে চোট আর ফর্মহীনতা বেশ ভুগিয়েছে সেরেনাকে। যে কারণে ফ্রেঞ্চ ওপেনে সেরেনা উইলিয়ামসকেও অতিক্রম করতে হবে কঠিন বাধা। তবে তৃতীয় রাউন্ডের আগে কোন বাছাই খেলোয়াড়ের মুখোমুখি হতে পারছেন না তিনি। সঠিকভাবে এগোলে তৃতীয় রাউন্ডে বিয়ান্কা আন্দ্রেস্কুর মুখোমুখি হতে পারেন সেরেনা। শেষ ষোলোতে মুখোমুখি হতে পারেন অস্ট্রেলিয়ার অষ্টম বাছাই এ্যাশলে বার্টির। সেরেনার সামনে এবার নতুন মাইলফলকের হাতছানি। আর মাত্র একটি গ্র্যান্ডস্লাম জিতলেই সর্বকালের সেরা মার্গারেট কোর্টকে স্পর্শ করবেন তিনি। পারবেন কী সাবেক নাম্বার ওয়ান তারকা? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস উইলিয়ামসকে এবার শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথম রাউন্ডের ম্যাচে যে তার প্রতিপক্ষ এলিনা সিতলিনা। ইউক্রেনের নবম বাছাই সাম্প্রতিক সময়ে বেশ ভাল খেলছেন টেনিস কোর্টে। ক্যারোলিন ওজনিয়াকিও গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে গ্র্যান্ডস্লামের ট্রফি উঁচিয়ে ধরেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের পরের সময়টাতে আর নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। এবার দেখা যেতে পারে এ্যাঞ্জেলিক কারবার কিংবা গারবিন মুগুরুজার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দাপট। বিশ্ব টেনিসের আরেক অভিজ্ঞ খেলোয়াড় মারিয়া শারাপোভা এবার খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে। মূলত ইনজুরির কারণেই এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক। এবার তাকে নিঃসন্দেহে মিস করবেন রোঁলা গ্যাঁরোর সমর্থকরা। ফ্রেঞ্চ ওপেনে এবার চমক দেখাতে পারেন বেশ ক’জন তরুণ প্রতিভাবান খেলোয়াড়ও। যাদের মধ্যে এরিনা সাবালেঙ্কা, বেলিন্ডা বেনচিচ, জোহানা কন্টা, কিকি বার্টেন্স, ক্যারোলিনা পিসকোভা কিংবা এ্যাশলে বার্টির নাম উল্লেখযোগ্য। জোহানা কন্টা এবার বাছাই খেলোয়াড় হিসেবে কোর্টে নামবেন। ক্লে-কোর্ট মৌসুমটা এবার দারুণ কেটেছে ব্রিটিশ প্রতিনিধির। শিরোপা জিততে না পারলেও এবার তার পারফর্মেন্স ছিল বেশ প্রশংসনীয়। মরক্কো ওপেনের পর সদ্য সমাপ্ত ইতালিয়ান ওপেনেও যে ফাইনাল খেলেছেন তিনি।
×