ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় : এরশাদ

প্রকাশিত: ০৩:২১, ২ অক্টোবর ২০১৮

দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় : এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ লাঙ্গল প্রতিকে ভোট দিতে অপেক্ষা করে আছে। আর এ কারনে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও নেতা-কর্মীদের প্রতি আহবান জানান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক সভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন। সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে ঐ সভায় মজলিসের নায়েবে আমীর জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, যেখানেই যাই সবাই বলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। বাস্তবতা হলো আমাদের নয় বছরের শাসন দেশের মানুষ এখনও মনে রেখেছেন। তারা আমাদের শাসনের সময় ভাল ছিলেন। নিরাপদে ছিলেন। কোন আতঙ্ক ছিল না। ছিল না আর্থিত কেলেঙ্কারী, নিরাপত্তার অভাব। এখন মানুষ নিরাপদ বোধ করেন না। আতঙ্কে থাকেন। কখন কার কি হয় বলা যায় না। দিন দিন সামাজিক অবক্ষয় বাড়ছে। তালিকা প্রকাশ করেনি জাপা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু অনলাইন গণমাধ্যম এবং পত্রিকায় জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এ ধরনের ভুয়া তালিকা প্রকাশ করে দলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে দলের হাইকমান্ড। মঙ্গলবার জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, এ পর্যন্ত আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রণয়ন বা প্রচার করা হয়নি। আরও জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির নেতৃত্বে একটি জোট রয়েছে। তাই জাতীয় পার্টি জোটগতভাবেই নির্বাচন করবে। সুতরাং এককভাবে প্রার্থী তালিকা প্রকাশের কোনো সুযোগও নেই। জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রণয়নের নীতিমালা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির একটি পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করা হবে। নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পার্টির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যে ফরম বিক্রি হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ গ্রহণ করা হবে। চূড়ান্তভাবে পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর আসনভিত্তিক তালিকা প্রণয়ন করা হবে। এর আগে প্রার্থী তালিকা প্রচারের কোনো সুযোগ নেই। তাই এ সংক্রান্ত কোনো মিথ্যা খবরে বিভ্রান্ত না হতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব মিডিয়ার প্রতিও অনুরোধ জানানো হয়েছে যে, জাতীয় পার্টি থেকে কোনো তালিকা না দেয়া পর্যন্ত কাল্পনিক বা মনগড়া প্রার্থী তালিকা যেনো প্রকাশ না করা হয়।
×